সবুজ দাস : ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ফরিদপুর সদর, উপজেলা, ও পৌর শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা আজ বিকেলে আলিপুরের শেখ রাসেল ক্রীড়া কমপ্লেক্স অনুষ্ঠিত হয়। এতে সংগঠনে পৌর কমিটির আহ্বায়ক মনতোষ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য সচিব মোঃ ফরিদ মিয়া, বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক উত্তম কুমার মালো, ফরিদপুর জেলা মৎস চাষী পোনা ব্যবসায়ী ও হ্যাচারী মালিক কল্যাণ সমিতির সভাপতি হাসিবুল আমিন সিদ্দিকী লিপন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৎস্যজীবী লীগের সদর থানা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক সমর কুমার মালো, যুগ্ম আহ্বায়ক খায়রুল আলম পিকু, পৌরসভা শাখার যুগ্ম আহ্বায়ক প্রভাশ চৌধুরী, ফরিদপুর পৌরসভার যুগ্ম-আহ্বায়ক চিত্ত রঞ্জন বিশ্বাস প্রমুখ। এ সময় বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়নের কথা তুলে ধরে বক্তারা বলেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। তবে একটি কুচক্রি মহল সরকারের দলীয় ভাবমুর্তি ক্ষুন্ন করার লক্ষ নিয়ে বিভিন্ন অপপ্রচার চালিয়ে আসছে।
ফরিদপুরে মৎস্যজীবী লীগ এর পরিচিতি সভা অনুষ্ঠিততারা এ সব অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ফরিদপুর সদর উপজেলা ও পৌর আওয়ামী মৎসজীবিলীগ এর সকল নেতা কর্মিরা সকলে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রæতি ব্যাক্ত করেন। এসময় জেলা, পৌরসভা ও সদর থানার মৎস্যজীবী লীগের নেতা কর্মী উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ৩১ শে মে সোমবার সন্ধ্যায় শহরের শেখ রাসেল ক্রিড়া চক্রের হল রুমে অনুষ্ঠিত এক সভার মধ্য দিয়ে এ কমিটি ঘোষনা করা হয়। এর পরেই আজ শুক্রবার সন্ধ্যায় ফরিদপুর সদর উপজেলা ও পৌর আওয়ামী মৎসজীবিলীগ এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
Leave a Reply