1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
ফরিদপুরে মেয়রের ভ্রাতৃবধূর বিষপানে আত্মহত্যা
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

ফরিদপুরে মেয়রের ভ্রাতৃবধূর বিষপানে আত্মহত্যা

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ৪৯০ জন পঠিত
ফরিদপুরে মেয়রের ভ্রাতৃবধূর বিষপানে আত্মহত্যা
ফরিদপুরে মেয়রের ভ্রাতৃবধূর বিষপানে আত্মহত্যা

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর মেয়র সাইফুর রহমান সাইফারের ছোট ভাইয়ের বউ পরিবারের উপর অভিমান করে বিষপানের ৯ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। ওই গৃহবধূর নাম মোসা. সোহানা বেগম (২৫)। সে মেয়রের ছোট ভাই জাপান মোল্যার স্ত্রী। বৃহস্পতিবার (১৬ জুন) সন্ধ্যায় আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান ওই গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। বৃহস্পতিবার (১৬ জুন) ভোর রাতে ওই গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এর আগে সে গত মঙ্গলবার (৭ জুন) দিনগত রাতে উপজেলার কুসুমদি এলাকায় স্বামীর বাড়িতে পারিবারিক বিভিন্ন বিষয়ে রাগে ক্ষোভে বিষপান করে। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল রেফার্ড করেন। সেখানে ৩ দিন চিকিৎসা শেষে বাড়িতে আনা হয়। পরে বৃহস্পতিবার (১৬ জুন) ভোর রাতে ওই গৃহবধূর মৃত্যু হয়।

এব্যাপারে আলফাডাঙ্গা পৌর মেয়র সাইফুর রহমান সাইফার বলেন, ঘটনাটি আমি প্রথমে জানতাম না। পরে জানতে পারি আমার ভাইয়ের সাথে আমার ভ্রাতৃবধূর ফোনে একটু রাগারাগি হয়। পরে না-কি সে বিষপান করেছে। মেয়র বলেন, মরদেহটি পোস্টমর্টেম করতে বলা হয়েছে। পরে, পোস্টমর্টেমের রিপোর্ট অনুসারে আইনগত ব্যবস্থা নিতে বলেছি। আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, এব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION