বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বোয়ালমারী পৌরসভার সদর বাজারে পৃথক পৃথক ভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৭ জনকে ৬ হাজার ৩৫০ টাকা জরিমানা আদায় করেন। আদালত সূত্রে জানা যায়,ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৯ ধারায় ওয়াবদা মোড় অবস্থিত কলেজ ক্যাফ নামের একটি হোটেল অপরিচ্ছন্নতা রাখায় ৫ হাজার টাকা, ২০১৮ এর ৩৮ ধারায় সড়ক পরিবহন আইনে তিনটা মোটরসাই চালকে ১১ শত টাকা, এবং প্রকাশ্যে তিনজন লোক ধুমপান করায় ধুমপান ও তামাক নিয়ন্ত্রণ আইনে ২৫০ টাকা জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) মারিয় হক ।
Leave a Reply