ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই মধ্যে ২৬ টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষনা করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। আর সতর্কীকরণ বার্তা প্রদান ও জরিমানাসহ নানা দন্ড দেয়া হয়েছে আরো অন্তত ২০টি প্রতিষ্ঠানকে। ফরিদপুর জেলা ও পুলিশ প্রশাসনের সহায়তায় জেলার স্বাস্থ্য বিভাগ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করছে।
জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, শবিরার বিকাল থেকে রোববার দুপুর পর্যন্ত সদরের তিনটি, সালথা উপজেলার তিনটি, মধুখালী উপজেলার সাতটি, ভাঙ্গা দুটি, নগরকান্দায় তিনটি, বোয়ালমারী উপজেলার সাতটি ও সদরপুর উপজেলার একটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়। #
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৬ মে) দেশের সব অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ৭২ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদফতর। এ সময়ের পর নিবন্ধনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার চালু থাকলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। #
Leave a Reply