স্টাফ রিপোর্টার : ‘‘ভূমি অফিসে না গিয়ে ডিজিটাল ভূমি সেবা গ্রহণ” প্রতিপাদ্যে ফরিদপুরে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ। রবিবার ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন বেলুন ও পায়রা উড়িয়ে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার। এরপরে অফিস চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। এ ছাড়াও র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার।
এ সময় তিনি বলেন, আমাদের সকলের লক্ষ্য হচ্ছে জনগণের স্বাচ্ছন্দময় সেবা নিশ্চিত করা। ভূমি অফিসের সেবা পেতে কেউ যেন বিড়ম্বনার শিকার না হন। তিনি আরও বলেন, অনলাইনে এবং ডাকযোগে ভূমি উন্নয়ন কর,খতিয়ান হালনাগাদ,পর্চা প্রাপ্তি, মিউটেশন সহ ভূমি সংক্রান্ত অন্যান্য সেবা প্রদানের কথা বলেন। এই ধরনের ডিজিটাল সেবার মাধ্যমে একদিকে যেমন ভূমি সংক্রান্ত জটিলতার অবসান হবে অন্যদিকে ভূমি অফিস গুলোতে দালালদের দৌরাত্ব হ্রাস পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এসময় তিনি, ইউনিয়ন ভূমি অফিসগুলোতে সেবা পেতে এসে সাধারণ মানুষ যেন বিড়ম্বনার শিকার না হন সে ব্যাপারে কর্মকর্তাদের নির্দেশনা দেন।
সভায় ভূমি সেবা সপ্তাহের মূল প্রবন্ধ উপস্থাপন ও সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসাঃ তাসলিমা আলী। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুমন রঞ্জন সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হজরত আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা। এ সময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মোহাম্মদ আসলাম মোল্লা, জেনাল সেটেলমেন্ট অফিসার আতিয়ার রহমান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন ঢালী সহ বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার, সহকারী ভূমি কমিশনারসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এ সময় সভায় ভিডিও প্রজেক্টরের মাধ্যমে ডিজিটাল ভূমি সেবার উপর নির্মিত প্রামাণ্যচিত্র উপস্থাপন ও সভা সঞ্চালনা করেন আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিন উদ্দিন।
সভা শেষে ভূমি সেবা সপ্তাহ-২০২২ উপলক্ষে স্বচ্ছ দক্ষ, জনবান্ধব ও জবাবদিহিমূলক ভূমিসেবা দেওয়া ও বাস্তবায়নের বিশেষ কৃতিত্বপূর্ণ অবদানের জন্য জেলা পর্যায়ের সহকারী কমিশনার (ভূমি), কানুনগো, সার্ভেয়ার, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, ইউনিয়ন উপসহকারী কর্মকর্তা, জোনাল সেটেলমেন্ট অফিসের চার্জ অফিসার, সহকারী সেটেলমেন্ট অফিসার, উপ সহকারী সেটেলমেন্ট এবং সার্ভেয়ারদের বিভিন্ন ক্যাটাগরিতে ক্রেস্ট প্রদান করা হয়।
Leave a Reply