ভাঙ্গা ব্যুরো : ফরিদপুরের ভাঙ্গায় ইসলামী যুব আন্দোলন ভাঙ্গা শাখার আয়োজনে এক প্রশিক্ষণ ও আলোচনাসভার আয়োজন করা হয়েছে।আজ দুপুরে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স প্রশিক্ষণ কেন্দ্র সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা শাখার সভাপতি আবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের সৌদি আরব শাখার সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সামসুদ্দিন মোল্লা,বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শেখ জাহিদ হাসান।
বক্তারা ইসলামী আদর্শ বাস্তবায়নে সভ্য সমাজ প্রতিষ্ঠা,মূলবোধ,বৈষম্য দূরীকরনসহ দেশ ও জনগনের অগ্রগতি অর্জনের জন্য কাজ করার উপর গুরুত্বারোপ করেন। প্রশিক্ষণ কর্মসূচীর মাধ্যমে একটি যুব সমাজ প্রতিষ্ঠার লক্ষে সংগঠনটি কাজ করবে বলে জানান তারা। অনুষ্ঠানে আমির হামজা সাজ্জাদের পরিচালনায় মুল আলোচক ছিলেন শেখ মোঃ আমিরুল ইসলাম। বক্তব্য রাখেন আসাদুজ্জামান,জাকির মুন্সী প্রমুখ।
Leave a Reply