ভাঙ্গা ব্যুরো : ফরিদপুরের ভাঙ্গায় আনসার-ভিডিপির আয়োজনে উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ভাঙ্গা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে ২ শতাধিক আনসার-ভিডিপি সদস্য অংশ গ্রহন করেন।
উপজেলা আনসার ভিডিপি অফিসার আঃ রহিম মিয়ার সার্বিক ব্যবস্থাপনায় নির্বাহী অফিসার আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট নাদিরা ইয়াসমিন। উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান।
অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ জামসেদ,পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা মানোয়ার হোসেন,পরিসংখ্যান কর্মকর্তা মেহেদী হাসান সহ সংগঠনের ইউনিয়ন কমান্ডার ও সংশ্লিষ্ঠ কর্মকর্তা বৃন্টদ প্রমুখ। এ সময় তাদের বিশেষ ক্ষেত্রে অবদানের জন্য পুরষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে আগত অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছার পাশাপাশি উপহার প্রদান করা হয়।
Leave a Reply