মোঃ হুমায়ুন কবির (তুহিন), সদরপুর : ফরিদপুরের সদরপুরে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সংসদ ও বাংলাদেশ কনজুমার্স এসোসিয়েশন ক্যাব-সদরপুর কমিটির উদ্যোগে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথে পরিচিতি সভা ও শুভেচ্ছা বিনিময় করা হয়।
মঙ্গলবার সকালে নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান মাহমুদ রাসেলের কার্যালয়ে পৃথক পৃথক এ শুভেচ্ছা বিনিময় করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান মাহমুদ রাসেল বলেন, আমিও একজন মুক্তিযোদ্ধার সন্তান। মুক্তিযোদ্ধারা দেশের সূর্য সন্তান। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যতদিন দায়িত্বে থাকব, ততদিন তাদের সুখ-দুখে পাশে থাকব।
এ সময় মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করে বক্তব্য রাখেন, সাবেক কমান্ডার ডাঃ আব্দুল গফ্ফার মিয়া, ডেপুডি কমান্ডার মোঃ মোশাররফ হেসেন, সহকমান্ডার ডাঃ মহিউদ্দিন মিয়া, ক্যাবের সভাপতি আব্দুল মজিদ মিয়া, সাধারন সম্পাদক প্রভাত কুমার সাহা, যুগ্ন সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম প্রমুখ। এ সময় মুক্তিযোদ্ধা ও ক্যাবের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়।
Leave a Reply