মোঃ হুমায়ুন কবির (তুহিন), সদরপুর : ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চত্ত¡র থেকে একটি র্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ওমর ফয়সল, এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ রেজিনা সুলতানা, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ ফরিদ আহামেদ, নার্সিং সুপার ভাইজার মাহফুজা আক্তার, সিনিয়র স্টাফ নার্স টুম্পা রানী রায় প্রমুখ।সভা শেষে কেক কেঁটে দিবসটি উদযাপন করা হয়।
Leave a Reply