স্টাফ রিপোর্টার : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি ফ্লাইওভারের ওপর থেকে এক অজ্ঞাত (৩২) যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মে) রাত ৮ টার দিকে উপজেলার হাইওয়ে এক্সপ্রেসের আতাদী ফ্লাইওভারের ওপর থেকে ওই যুবকের মরদেহটি উদ্ধার করা হয়। তবে, তার-পরিচয় এখনও জানা যায়নি।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদ উদ্দিন বলেন, আতাদী ফ্লাইওভারের ওপরে এক পথচারী নিহতের খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে, তার নাম-পরিচয় এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে, রাস্তা পর হওয়ার সময় কোনো গাড়ী তাকে চাপা দিয়ে পালিয়ে গিয়েছে।
Leave a Reply