স্টাফ রিপোর্টার : ফরিদপুর জেলার সালথা উপজেলা হতে ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যাবসায়ী আটক করেছে র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প। সুত্র জানায় অত্র ক্যাম্পের একটি দল টহল ডিউটি করাকালীন ডিএডি মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে ০৮/০৫/২০২২ তারিখ ১৩.২০ ঘটিকার সময় উপজেলার সারুকদিয়া গ্রামের দক্ষিণ পাশের্^ সালথা টু জয়কালি রোডে অভিযান পরিচালনা করে।
এ সময় মাদক ব্যবসায়ী ০১। মোঃ টিটল মাতুব্বর@টিটু(৩৩), পিতা-মৃত আঃ রাজেক মাতুব্বর, সাং-সালথা পাড়া, ০২। মোঃ ফরিদ মুন্সি(২৬), পিতা-মোঃ নয়া মুন্সি, সাং-সালথা পাটপাশা, ০৩। পল্লব বিশ^াস@কালু(২৮), পিতা-অনিল বিশ^াস, সাং-শলিয়া, সর্ব থানা-সালথা, জেলা-ফরিদপুরদেরকে আটক করেন।
আটককালে তাদের হেফাজত হতে ৩২০ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৬ টি সীমকার্ডসহ ৩টি মোবাইল ফোন এবং মাদক বিক্রিত ৬,৪০০ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসহ ধৃত আসামীদেরকে ফরিদপুর জেলার সালথা থানায় থানায় হস্তান্তর করে একটি মাদক মামলা রুজু করা হয়েছে বলে সুত্রে জানা গেছে।
Leave a Reply