সেকেন্দার আলম, আলফাডাঙ্গা : ফরিদপুরের আলফাডাঙ্গা বাজার ব্যবসায়ী পৌর বাসীন্দা উপজেলা যুবলীগ নেতা রফিকুল ইসলাম রাজিবকে কুপিয়ে জখমের ঘটনার প্রতিবাদে ও আসামীদের দ্রæত গ্রেফতারের দাবীতে মানববন্ধন হয়েছে। এলাকাবাসীর আয়োজনে বুধবার বেলা ১২টায় আলফাডাঙ্গা বাজার চৌরাস্তায় ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তন্ময়-উদ-দৌলা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত) তৌকির আহম্মেদ ডালিম, জেলা সে¦চ্ছা সেবক লীগের সদস্য তরিকুল ইসলাম প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, যুবলীগ নেতা রাজিবকে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রদিয়ে হামলা চালিয়ে কুপিয়ে যখম করে। যাহা পৌর সভার সিসি ক্যামেরা ফুটেজ দেখে হামলাকারীদের দ্রæত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে এবং রাজিব ও তার পরিবাবের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমুলক মামলা প্রত্যাহর করার অনুরোধ জানান।
উল্লেখ,গত বুধবার (২০ এপ্রিল) বিকালে আলফাডাঙ্গা বাজার চৌরাস্তায় রাজিবের উপর বোয়ালমারী উপজেলার ছত্রকান্দা গ্রামের জাকির হোসনের ছেলে জাহিদ হোসেন জাবেদ গং হামলা চালায়। পরে স্থানীয়রা রাজিবকে উদ্ধার করে আলফাডাঙ্গা হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
Leave a Reply