বিশেষ প্রতিবেদক :
বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ মো. আবদুর রহমানকে স্মরণকালের বর্ণাঢ্য অভ্যার্থনা দেয়া হয়েছে।
আগামী ১২ মে অনুষ্ঠিতব্য ফরিদপুর জেলা আওয়ামীলীগের সম্মেলনকে সামনে রেখে ১৬ এপ্রিল অনুষ্ঠিতব্য বর্ধিত সভায় যোগদানের উদ্ধেশ্যে আসলে তাকে সম্মান জানান হাজারো মানুষ। শহরের প্রবেশের সময় রাজবাড়ী রাস্তার মোড়ে আওয়ামীলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনে কয়েকশত নেতাকর্মী তাকে স্বাগত জানান। পরে কয়েকশত মোটরসাইকেল ও মাইক্রোবাসের শোভাযাত্রার নিয়ে তিনি শহরের হাজরাতলার মোড় আসেন।
এসময় সেখানে হাজার হাজার নেতাকর্মী তাকে অভ্যার্থনা জানান। কিছু সময়ের জন্যে থমকে যায় সড়কে যান চলাচল। হাজারো নেতাকর্মীর মিছিল শ্লোগানে মুখরিত হয়ে ওঠে আশেপাশের এলাকা। নেতাকর্মীরা কেন্দ্রীয় এ নেতাকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। পরে তিনি হোটেল র্যাফেলস ইন এ অনুষ্ঠিত বর্ধিত সভায় যোগ দেন। জেলা আওয়ামীলীগের সভাপতি সুবল সাহার সভাপতিত্বে সম্মানিত অতিথির আসন অলংকৃত করেন তিনি।
মো. আব্দুর রহমান তার বক্তব্যে আগামী দিনের আওয়ামীলীগ রুপরেখা নিয়ে বক্তব্য দেন। তার বক্তব্যে উপস্থিত নেতাদের মধ্যে প্রাণের সঞ্চার হয়, উদ্দীপ্ত হন তারা। #
Leave a Reply