এসএম মনিরুজ্জামান : ফরিদপুর হেরিটেজ পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতারন অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে শহরের পুর্বখাবাসপুর বড়ইতলা মোড় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদও উপজেলা সহকারী উপজেলা শিক্ষা অফসার রুমা আফরুজ তুলি।
ফরিদপুর হেরিটেজ পাবলিক স্কুলের চেয়ারম্যান আব্দুস ছত্তার মিঞার সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের প্রশিক্ষক শামসুদোহা চাঁদ, বিশিষ্ট সমাজ সেবক কাজী গোলাম মহিউদ্দীন তসলিম,সরকারী রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক রেজভী জ্জামান,পথকলি সংস্থার নির্বাহী পরিচারক মোঃ বিলায়েত হোসেন, সরকারী সারদা সুন্দরী মহিলা কলেজের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম, এ্যাড.রেজাউল করিম শামিম প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন হেরিটেজ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক শাব্বির আহমেদ। অনুষ্ঠানে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিভিন্ন খেলায় অংশ নেওয়া বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
Leave a Reply