ভঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় প্রধান মন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনকে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি ব্যঙ্গ ভিডিও প্রচার করায় শাহনেওয়াজ হাসান নামের এক আইনজীবিকে গ্রেপ্তার করেছে ভাঙ্গা থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে কোর্টপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ্যাডভোকেট শাহনেওয়াজ হাসান উপজেলা আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে এবং ভাঙ্গা মুন্সেফ কোর্টের আইনজীবি। পুলিশ সূত্রে জানা যায়, এ্যাডভোকেট শাহনেওয়াজ হাসান গতকাল তার ফেসবুক আইডি থেকে একটি কার্টুন ভিডিওতে প্রধান মন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন কে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করে একটি ভিডিও শেয়ার করেছে। যাতে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পরিবার ও ফরিদপুর-৪ আসনের সংসদ মজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য প্রদান পূর্বক ব্যাঙ্গাত্মক কার্টুন পোষ্ট ও শেয়ার করে তাদের মর্যাদা ক্ষুন্ন করা হয়েছে। পোষ্টটি শেয়ারের মাধ্যমে সংসদ সদস্য নিক্সন চৌধুরীর কর্মি সর্মথকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটার সম্ভাবনা রয়েছে মর্মে উপজেলা আলগী ইউনিয়নের বড়দিয়া গ্রামের বর্তমান কোর্টপাড়ের বাসিন্দা মেহেদী পারভেজ বাদী হয়ে এ্যাডভোকেট শাহনেওয়াজ হাসানকে আসামী করে ভাঙ্গা থানায় একটি মামলা করেন। এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা বলেন, মাননীয় সংসদ মজিবুর রহমান চৌধুরী নিক্সন ও শেখ রেহানার একটি ছবি লন্ডন থেকে ফেসবুকে ছাড়া হয়। সেই ছবিকে কটুক্তি করে শেয়ার করার অপরাধে এ্যাডভোকেট শাহনেওয়াজকে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
Leave a Reply