সবুজ দাস : ফরিদপুরে ঐতিহাসিক ৭ ই মার্চ দিবস, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। (২ মার্চ) বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক অতুল সরকার এর সভাপতিত্বে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সরকারি বেসরকারি সকল দপ্তরের ঊধ্বর্তন কর্মকর্তাগণ ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নের্তৃবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক অতুল সরকার তার বক্তব্যে বলেন, ৭,১৭ ও ২৬ মার্চ সূর্যোদয়ের পরে সরকারি, বেসরকারি, ব্যাক্তি প্রতিষ্ঠান ও অন্যান্য সকল ভবনে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে বাধ্যতামূলক ভাবে এবং এ বিষয়টি তদারকির জন্য একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শহর ঘুরবে। যারা পতাকাকে অসম্মান করবে তাদের বিরুদ্ধে পতাকা আইনে শাস্তির যে বিধান রয়েছে তা প্রয়োগ করা হবে। ২৫ মার্চ গণহত্যা দিবসে কালো পতাকা উত্তোলন করতে হবে এবং সন্ধ্যায় গণকবরে আলোক প্রজ্জ্বলন করা হবে।
৭ ও ১৭ মার্চ শহরের অম্বিকা ময়দানে স্বাস্থ্য বিধি মেনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন, বঙ্গবন্ধু ম্যারাথন, শিশু কিশোর সমাবেশ, বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগীতা, আলোকসজ্জা, জন্মদিনে সন্ধ্যায় আতশবাজি প্রজ্জ্বলন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সরকারি নির্দেশনা অনুযায়ী অন্যান্য অনুষ্ঠানে আয়োজন করা হবে। ২৬ মার্চ স্বাধীনতা দিবস সকালে স্বাধীনতা বেদীতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অন্যান্য অনুষ্ঠান সরকারি নির্দেশনা অনুযায়ী পালন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) জামাল পাশা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মজিবুল রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন নূর মোহাম্মদ বাবুল, সরকারি রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক রেজভী জামান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ, বীর মুক্তিযোদ্ধা সাবেক জেলা কমান্ডার মোঃ আবুল ফয়েজ শাহনেওয়াজ, প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, প্রফেসর মোঃ শাহজাহান মোল্লা, রাসিন এর নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা সহ বিভিন্ন দপ্তরের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply