মোঃ সরোয়ার হোসেন : ফরিদপুরের ভাঙ্গায় সারা দেশের ন্যায় বিভাগীয় কমিশনার অফিস,জেলা প্রশাসকের কার্যালয়,উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং ভ’মি অফিসে কর্মরত কর্মচারীদের পদ-পদবী পরিবর্তণ এবং গ্রেড উন্নতকরনের দাবীতে কর্মবিরতি পালিত হয়েছে। কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার সকালে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি(বাকাসস) ভাঙ্গা উপজেলা শাখার আয়োজনে কর্মবিরতিকালে তারা তাদের দাবী সম্বলিত ব্যানার বহন করেন।
এ সময় বক্তারা বলেন,ইউনিয়ন ভ’মি সহকারী কর্মকর্তা (সাবেক তহশিলদার)দেরকে ১৬-তম গ্রেডের স্থলে ১১-তম গ্রেডে এবং ইউনিয়ন ভ’মি উপ-সহকারী কর্মকর্তা (সাবেক সহকারী তহশিলদার)-দেরকে ১৭-তম গ্রেডের স্থলে ১২-তম গ্রেড প্রদান করায় মাঠ পর্যায়ে বিভিন্ন গ্রেডের কর্মকর্তা -কর্মচারীদের দাবী বিবেচনায় জটিল পরিস্থিতি সৃষ্টি হয়।
ফলে কালেক্টরেট গুলোতে তীব্র ক্ষোভের সৃষ্ঠি হয় বিধায় বিষয়টি পূনঃ বিবেচনা করে সুপারিশকৃত কমিটি র সিদ্বান্ত অনুসারে উপজেলা ভ’মি অফিসে কর্মরত কর্মচারীদের পদবী পরিবর্তণ করে প্রশাসনিক কর্মকর্তা,সহকারী প্রশাসনিক কর্মকর্তা,বেতন গ্রেড ১০ম ও ১১-তম গ্রেড প্রদানের দাবী জানান। এ সময় বক্তব্য রাখেন প্রশাসনিক কর্মকর্তা আঃ কাদের, উপজেলা অফিস সহকারী জাকির হোসেন, পলাশ বিশ^াস(সিএ), উপজেলা ভ’মি অফিস প্রধান সহকারী জামাল হোসেন, উচ্চমান সহকারী গোলাম মোস্তফা, অফিস সহকারী অলিভিয়া সুলতানা প্রমুখ।
Leave a Reply