হারুন-অর-রশীদ : ফরিদপুরের বেয়ালমারী উপজেলায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাকৃতদের মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী) ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতাররা হলেন, উপজেলার ছোলনা গ্রামের বিপ্লব শেখ, ভাবখন্ড গ্রামের দীপক বিশ্বাস, পূর্বভারদী গ্রামের বিল্লাল হোসেন, ইমারত হোসেন, বোয়ালমারী ওয়াবদামোড় এলাকার কাদের। এছাড়া ফৌজদারী কার্যবিধি ১৫১ ধারায় গ্রেফতার করা হয় রামনগর গ্রামের বাবুল ঠাকুরকে। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন , পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৫জন ওয়ারেন্টভুক্ত ও ফৌজদারী কার্যবিধি ১৫১ ধারায় ১জন আসামিকে গ্রেফতার করে।গ্রেফতারকৃতদের বিকালে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply