দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. রফিকুল ইসলামকে দল থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
শুক্রবার (১৭ ডিসেম্বর) জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শামীম তালুকদার ও খান মোহাম্মদ শাহ্ সুলতান রাহাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম চতুল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র পরিপন্থি। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।
সেখানে আরও জানানো হয়, গত ১২ ডিসেম্বর কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছিল মো. রফিকুল ইসলামকে। তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েও তিনি কোনো জবাব না দেওয়ায় তাকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে।
এ বিষয়ে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খান মোহাম্মদ শাহ্ সুলতান রাহাত জানান, রফিকুল ইসলামকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
Leave a Reply