মাসরিন জাহান :
আজ ২২শে সেপ্টেম্বর, বুধবার, ফরিদপুর সদরে (টেরাকোটা রেস্টুরেন্টে) উজ্জ্বলা’র ব্যবস্থাপনা পরিচালক, আফরোজা পারভীন উপস্থিত থেকে বিউটি ও গ্রুমিং শিল্পের নারী উদ্যোক্তাদের হাতে সার্টিফিকেট তুলে দিয়েছেন। প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসকের প্রতিনিধি, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানিয়া আক্তার।
উপস্থিত নারী উদ্যোক্তারা দুদিনে ব্রাইডাল মেকওভারের উপর দক্ষতামুলক প্রশিক্ষণ গ্রহণ করেন। এই সংগ্রামী স্বপ্নদর্শী নারীদের পাশে উজ্জ্বলার পাশে আসাকে প্রধান অতিথি সাধুবাদ জানায়। দক্ষতামুলক প্রশিক্ষণটির আয়োজনে ছিলেন নারী উদ্যোক্তা ও নিরা ডিজিটাল বিউটি পার্লারের স্বত্ত্বাধিকারী রোখসানা পারভীন।
আফরোজা পারভীন বলেন, আমাদের দেশে প্রতি ৫ জন নারী উদ্যোক্তাদের মধ্যে একজন সৌন্দর্য খাতে কর্মরত, অথবা ব্যাবসার সঙ্গে জড়িত। তারা তাদের আয়ের ৮০ শতাংশ সংসারে ব্যায় করেন। এই করনা পরবর্তী সংকটকালে, উজ্জ্বলা নারী উদ্যোক্তাদের পাশে থাকতে চায়। দক্ষতা মূলক প্রশিক্ষণ ও ব্যবসায়িক পরামর্শের মাধ্যমে ফরিদপুরের নারী উদ্যোক্তারা যেন এগিয়ে যেতে পারে, উজ্জ্বলা সেই লক্ষ্যে বদ্ধপরিকর।
উল্লেখ্য, উজ্জ্বলা গত চার বছর ধরে বিউটি এন্ড গ্রুমিং শিল্পে (বিউটি পার্লার এন্ড স্যালন) পেশাদারিত্ব অর্জনে নারীদের পাশে থেকে কাজ করে যাচ্ছে। অলাভজনক প্রতিষ্ঠান হিসাবে উজ্জ্বলা সুবিধাবঞ্চিত ও দুর্বল জনগোষ্ঠীর দক্ষতা ও অর্থনৈতিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে তাদের স্বাবলম্বী করে তুলছেন। #
Leave a Reply