সদরপুর প্রতিনিধি :
ফরিদপুরের সদরপুর বাজারে দর্জি গলিতে বৃহস্পতিবার সকালে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন মূহূর্তের মধ্যে ছড়িছে পড়লে আশে-পাশের ১৩টি দোকান ঘর ও মালামাল পুড়ে যায়। একটি টেইলার্সের দোকানের বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে বলে ধারণা ব্যাবসায়ীদের। খবর পেয়ে সদরপুর ও ভাংগার ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও স্থানীয়রা প্রায় ২ ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয় আগুন নিয়ন্ত্রেনে আনে। আগুন নিয়ন্ত্রনে সময় ফায়ার সার্ভিসের সাব-অফিসার মাহবুর রহমান আহত হয়। অগ্নিকান্ডে প্রায় তিন কোটি টাকার ক্ষায়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছেন ব্যাবসায়ীরা। খবরপেয়ে উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার ও সদর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল ঘটনাস্থল পরিদর্শন করেন।
Leave a Reply