ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী মো.রেজাউল মাতুব্বরসহ স্থানীয় গন্যমান্যদের বিরুদ্ধে উদ্ধেশ্যমূলকভাবে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া বাজার সড়কে ঘন্টাব্যাপী অবস্থান করে এলাকার কয়েকশত মানুষ এ কর্মসূচী পালন করে। পরে কর্মসূচীতে অংশগ্রহনকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে বাজার সড়ক সহ বেশ কয়েকটি এলাকা প্রদক্ষিন শেষে বাজার সংলগ্ন খেলার মাঠে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় তারা নানা শ্øোগান সম্বলিত ব্যানার ও প্লাকার্ড বহন করে।
এসময় বক্তারা দাবী করেন, বেজাউল মাতুব্বরের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল উদ্ধেশ্যমূলকভাবে তার বিরুদ্বে অপপ্রচার চালাচ্ছে। সভায় রেজাউল মাতুব্বর বলেন,গত ইউপি নির্বাচনে আমি ষড়যন্ত্রমূলকভাবে প্রতিপক্ষের বিরুদ্বে সামান্য ভোটের ব্যবধানে হেরেছিলাম। এ বছর আমি নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার ঘোষনায় তারা আমার উঠেপড়ে লেগেছে। পরে আমার জনপ্রিয়তাকে ম্লান করার জন্য সম্প্রতি সংবাদ কর্মীদের ভ’ল তথ্য দিয়ে বিভ্রান্ত করছে বলে তিনি এ অপপ্রচার বন্ধের দাবী জানান।
এ সময় আরও বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হক মিয়া,মুক্তিযোদ্বা ইমদাদুল হক মুরাদ,নুরুল ইসলাম,মীর মোশারেফ প্রমুখ।
Leave a Reply