মানিক দাস :
শহরের মহিম স্কুলের মাঠে সোমবার বিকেলে অনুষ্ঠিত প্রদর্শনী ফুটবল ম্যাচে ওয়ারলেস পাড়া একাদশ ২/১ গোলের ব্যবধানে সিংপাড়া একাদশকে পরাজিত করে। উত্তেজনাপূর্ণ ম্যাচে প্রথমার্ধে ওয়ারলেস পাড়া একাদশের খেলোয়ার আনিস দুই গোল করলে প্রথমার্ধে ২/০ ব্যবধানে এগিয়ে যায় ওয়ারলেস পাড়া! এরপর দ্বিতীয়ার্ধে দুই দলই অনেকগুলি গোলের সুযোগ মিস করে। খেলা শেষ হবার ২ মিনিট আগে সিংপাড়া দলের পক্ষে একটি গোল পরিশোধ করে পানু। ফলে ২/১ গলে জয়লাভ করে মাঠ ছাড়ে ওয়ারলেস পাড়া।
Leave a Reply