ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে কোটা আন্দোলনে অংশ নেয়া তিন ছাত্রের উপরে হামলা করার অভিযোগ উঠেছে। দুপুরের দিকে শহরতলীর ফরিদপুর পলিটেকনিক্যাল ইনিস্টিটিউটের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থী সরকারী রাজেন্দ্র কলেজের ডিগ্রী প্রথম বর্ষের ছাত্র হোসেন শাহরিয়ার রাফিন জানান, আন্দোলনে নিহতদের স্মরনে দোয়া মাহফিলে যোগদানের উদ্ধেশ্যে তিনি আরো দুই আন্দোলনকারীকে সাথে নিয়ে পলিটেকনিক্যাল কলেজে যান। এসময় হৃদয় ও জাহেদ গংরা অটো যোগে ২০-২৫ জন সেখানে উপস্থিত হয়ে ছাত্রলীগ কর্মী তকমা দিয়ে হামলা চালায়। হামলায় নেতৃত্বদানকারীরা ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত এবং তাদের সাথে থাকা আবু বকর সিদ্দিক পুলিশের সদস্য দাবী করে রাফিন জানান, ওই হামলায় তিনি সহ সাথে থাকা ওয়াসিম ফয়সাল ও মো. আব্দুল কায়যুম আহত হন।
আহত রাফিন ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
ফরিদপুরের কোটা অন্দোলনের অন্যতম সমন্বয়ক আবরাব নাদিম ইতু জানান, বিষয়টি সেনা সদস্যদের জানানো হয়েছে, তারা ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন। #
Leave a Reply