স্টাফ রিপোর্টার : ফরিদপুরে ঘূর্নিঝড় রিমালের প্রভাবে গত রবিবার দিবাগত রাত থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে। সোমবার সকাল থেকে বৃষ্টির মাত্রা বাড়তে থাকে। পাশাপাশি শুরু হয় প্রবল বাতাস। ঝড়ের কারনে গাছ উপড়ে পড়ায় বিদ্যুৎ যোগাযোগ ব্যহত হয়েছে। ফরিদপুর আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, গত রবিবার বিকেল ৬টা থেকে গতকাল সোমবার বিকেল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় ফরিদপুরে মোট বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৬৭ মিলি মিটার। বাতাসের গতিবেগ ছিল ৩১ কিলোমিটার প্রতি ঘন্টা যা বেড়ে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
গতকাল সোমবার সকাল ১০টা থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত ফরিদপুর শহরের উপর দিয়ে ৫০ কিরোমিটার বেগে বাতাস বয়ে যায়। ফরিদপুর দমকল বাহিনীর জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা সুভাষ বাড়ই বলেন, শহরের কমলাপুর এলাকায় একটি কৃষ্ণচুড়া ও একটি আমগাছ পড়ে যাওয়ায় পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দমকল বাহিনী গাছ দুটি কেটে সরিয়ে ফেলে।
ঝড়ের কারনে গত রবিবার দিবাগত রাত ৩টা থেকে সোমবার দুপুর ১টা পর্যন্ত শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। তবে ধীরে ধীরে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ঝড়-বৃষ্টির কারণে ফসলের কোন ক্ষতি হয়নি। বেশিরভাগ ধান পেকে যাওয়ায় আগেই কেটে ফেলা হয়েছে। তিনি বলেন, যে বৃষ্টি হয়েছে তাতে পাট ও ভুট্টার জন্য শুভ ফল বয়ে আনবে।
Leave a Reply