স্টাফ রিপোর্টার : ফরিদপুর নগরকান্দার অষ্টম শ্রেণীর ছাত্র আলাউদ্দিন মাতুব্বর অন্তর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আজিজুল শেখকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব-১০ ফরিদপুরের একটি দল ফরিদপুরের ভাঙ্গার বগাইল টোল প্লাজা এলাকা থেকে গ্রেপ্তার করে। গত শুক্রবার (১৭ মে) দুপুর আনুমানিক ১২টার দিকে র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার ভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এক প্রেস ব্রিফিং-এ এ কথা জানান র্যাব-১০ ফরিদপুরের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কেএম শাইখ আকতার।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে র্যাব-১০ এর জেলা অফিসে এ প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। প্রসঙ্গত ২০১৮ সালের ৭ জুন ফরিদপুর জেলার নগরকান্দার থানাধীন তালমা ইউনিয়নের চর মানিকদী পাগলপাড়া গ্রামের গ্রিস প্রবাসী আবুল হোসেন মাতুব্বরের অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছেলে আলাউদ্দিন মাতুব্বর অন্তর (১৪) রাতে বাসা থেকে বের হয়ে অপহরণের শিকার হন। ২৬ জুন নগরকান্দার একটি খাল পাড় থেকে পুঁতে রাখা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। ওই বছর ১৫ জুন আলাউদ্দিনের মা জান্নাতি বেগম বাদী হয়ে সন্দেহজনক ১৬ জনের বিরুদ্ধে নগরকান্দা থানায় একটি অপহরণের মামলা দায়ের করেন।
লাশ উদ্ধারের পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। গত ২৭ মার্চ (২০২৪) ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এ হত্যা মামলার তিনজনকে মৃত্যুদন্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেন। রায় প্রদানের দিন যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত আজিজুল শেখ (৩২) পলাতক ছিলেন। প্রেসব্রিফিং এ র্যাব-১০ ফরিদপুরের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কেএম শাইখ আকতার বলেন, এ হত্যা মামলার রায় ঘোষণার পর র্যাব-১০ পলাতক আজিজুল শেখ’কে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং আসামীর অবস্থান ও গতিবিধি সনাক্ত করতে সক্ষম হয়।
এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার ১৭ মে দুপুর আনুমানিক ১২ টাযর ফরিদপুরের ভাঙ্গার বগাইল টোল প্লাজা এলাকায় অভিযান কারে আজিজুল শেখকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, আজিজুল শেখ আদালতের রায়ের পর দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপন করে ছিলেন। সর্বশেষ তিনি পিরোজপুরের ভান্ডারিয়া এলাকায় কাঠমিস্ত্রী, দর্জি ইত্যাদি পেশায় আত্মগোপন করে ছিলেন। শনিবার দুপুরে আজিজুলকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।
Leave a Reply