স্টাফ রিপোর্টার : সরকারি কাগজপত্রের জালিয়াতি রোধে সুরক্ষিত ও নিরাপদ E-Sign-এর ব্যবহার বৃদ্ধি করার পরামর্শ দিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ। ১৪ মে মঙ্গলবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, আঞ্চলিক কার্যালয়, ফরিদপুর কর্তৃক আয়োজিত “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকারি কাজে ই-স্বাক্ষর এর ব্যবহার” বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশে ইন্টারনেটের সহজলভ্যতার ফলে অনলাইনে বিভিন্ন সরকারি সেবা সহজলভ্য হয়েছে।
একই সাথে অনলাইনে বিভিন্ন জালিয়াতি, ভূয়া কাগজ/দলিলাদিও তৈরী হচ্ছে, যার ফলে সাধারণ জনগণ প্রতারণার শিকার হচ্ছে। তাই এসব জালিয়াতি রোধে সুরক্ষিত ও নিরাপদ E-Sign-এর ব্যবহার বৃদ্ধি করার উপর গুরুত্বরোপ করেন জেলা প্রশাসক। একই সাথে এই ধরণের অনভিপ্রেত ঘটনা এড়াতে বিসিসি সার্টিফাইং অথোরিটি (BCC-CA) এগিয়ে আসায় তাদের ধন্যবাদ দেন তিনি। বিসিসি ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক অলিউল্লাহ আহম্মেদ এর সভাপতিত্বে ও তার সঞ্চালনায় সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ এর সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শামছুল ইসলাম।
দিনব্যাপী এ সেমিনারে বিসিসি প্রবর্তিত E-Sign বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সিএ অপারেশন ও নিরাপত্তা শাখার (ইঞ্জিনিয়ার লেয়ার টু সার্ভিস ডেক্স) ইঞ্জিঃ মোঃ ফিরোজ আলম ও সহকারী প্রোগ্রামার সমিদ্ধ সরকার। উক্ত সেমিনারে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, জেলা মৎস কর্মকর্তার কার্যালয়, জেলা প্রানিসম্পদ অফিস, জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, জেল সুপারের কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, জেলা সমাজসেবা কার্যালয়, ইসলামিক ফাউন্ডেশন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা পরিসংখ্যান অফিস, জেলা মহিলা বিষয়ক অফিস, আঞ্চলিক পাসপোর্ট অফিসসহ ৩০ টি সরকারি অফিসের অফিস প্রধান/প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এছাড়াও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ই-সাইন নিয়ে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীগণ বিভিন্ন প্রশ্ন ও মতামত ব্যাক্ত করেন।
Leave a Reply