1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
টিভিতে সাক্ষাৎকার দেওয়ার পর অবস্থান পাল্টালেন বিএনপি নেতা রউফউন্নবী - আজকের ফরিদপুর
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

টিভিতে সাক্ষাৎকার দেওয়ার পর অবস্থান পাল্টালেন বিএনপি নেতা রউফউন্নবী

  • Update Time : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ২৮৯ জন পঠিত
টিভিতে সাক্ষাৎকার দেওয়ার পর অবস্থান পাল্টালেন বিএনপি নেতা রউফউন্নবী
টিভিতে সাক্ষাৎকার দেওয়ার পর অবস্থান পাল্টালেন বিএনপি নেতা রউফউন্নবী

স্টাফ রিপোর্টার : উপজেলা নির্বাচনে প্রার্থী হয়ে দল থেকে বহিষ্কারের হয়েছেন ফরিদপুরের কোতোয়ালি থানা বিএনপির সাবেক সভাপতি মো. রউফউন্নবী। একটি বেসরকারি স্যাটেলাইট টিভিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জড়িয়ে আপত্তিকর বক্তব্য দেয়ার পরে বিব্রতকর অবস্থায় পড়েছেন তিনি। সংবাদ সম্মেলন করে রউফউন্নবীস বলেন, নির্বাচনী কাজে ব্যস্ততার পাশাপাশি দলের আভ্যন্তরীণ নানা ঝামেলায় মুখ ফসকে ওই সাক্ষাৎকারে যা বলেছেন তার জন্য তিনি ক্ষমাপ্রার্থী। এটি আসলে তার মনের কথা নয়। শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে ফরিদপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

৮ মে অনুষ্ঠিত প্রথম ধাপের নির্বাচনে ফরিদপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনে হেলিকপ্টার প্রতীক নিয়ে রউফউন্নবী চেয়ারম্যান পদে প্রতিদ্বদ›িদ্বতা করছেন। সংবাদ সম্মেলনে রউফউন্নবী বলেন, উপজেলা নির্বাচনে বিএনপির অংশ না নেয়ার দলীয় সিদ্ধান্ত তাকে কেউ জানায়নি। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করা হলেও তারা তাকে নির্বাচনে অংশ না নেয়ার বিষয়ে কিছু বলেনি। আর যখন তিনি বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত জানতে পারেন তখন নির্বাচন থেকে সরে আসার মতো পরিস্থিতি ছিলোনা।

তিনি পারিবারিকভাবেই নির্বাচনমুখী-মন্তব্য করে রউফউন্নবী বলেন, এর আগে একাধিকবার তিনি ইউপি নির্বাচন করেন। কর্মী সমর্থকদের সংগঠিত রাখতে এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে তিনি এ নির্বাচনে অংশ নিয়েছেন। সম্প্রতি দেশের একটি প্রথম সারির টেলিভিশন উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারী বিএনপি নেতাদের সাক্ষাৎকার সরাসরি লাইভে প্রচার করে। আমি নিবাচনী প্রচারণার কাজে ব্যস্ততা ও কিছুটা অপ্রস্তুত থাকার কারণে পাশাপাশি আভ্যন্তরীণ কিছু সমস্যার কারণে সেখানে এমনকিছু বক্তব্যের অবতারণা করি, যা দলীয় নেতাকর্মীদের পাশাপাশি আমার জন্য বিব্রতকর বটে।

আমার ওই বক্তব্যে অনেকের মতো আমি নিজেও কষ্ট পেয়েছি এবং নিজেই মর্মাহত, অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী। এজন্য আপনাদের মাধ্যমে দেশবাসী তথা আমার নিজ নিবাচনী এলাকার জনগণ ও বিএনপি সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জানাতে চাই যে, আমি বিএনপিতে ছিলাম, বিএনপিতে আছি, বিএনপিকে থাকবো ইনশাআল্লাহ মৃত্যুর পূর্বমুহূর্ত পর্যন্ত। তিনি মনে করেন উপজেলা নির্বাচনে বিজয়ী হয়ে তিনি সরকারের প্রতিনিধি হটিয়ে জাতীয়তাবাদী আদর্শের প্রতিনিধি হিসেবে দেশ, দল ও জনগণের সেবা করতে সক্ষম হবেন। এ নির্বাচনে তিনি অংশগ্রহন করছেন বলে জানান।

একটি বেসরকারি টিভি চ্যানেলে গত শুক্রবার সন্ধ্যা ৬টার খবরে রউফউন্নবী লাইফ বক্তব্য প্রচারিত হয়। সে বক্তব্যে তিনি বলেছিলেন, নেতারাই মনে হয় বিষপাণ করে নিজেরা বেসামাল হয়ে গেছেন। আমি মুষ্টিমেয় কয়েকজন নেতার সাথে নয় জনগণের সাথে রাজনীতি করি। বিগত জাতীয় ডামি নির্বাচনে বিএনপির নেতারা নির্বাচন প্রতিহত না করে টাকা খেয়ে ঘরে বসে ছিলেন। অনেক নেতা টাকা খেয়ে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে ভোট দিতে উৎসাহিত করেছেন। জনগণের সাথে থাকলে রাজনীতি থাকবে, জনগণের সাথে না থাকলে রাজনীতি থাকবে না। দল আমাকে বহিস্কৃত করলে করবে, আমি এখানে বিএনপির কোন স্বচ্ছ নেতা খুঁজে পাই না।

প্রসঙ্গত, এবারের উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ফরিদপুরের রউফউন্নবী সহ সারাদেশের ৭৩ জন প্রার্থীকে বহিস্কার করেছে বিএনপি। এর মধ্যে ফরিদপুর সদরে রউফউন্নবী ছাড়াও সদরে আরেক চেয়ারম্যান প্রার্থী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য এ কে এম নাজমুল হাসান, সদরে ভাইস চেয়ারম্যান প্রার্থী জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শহিদ আল ফারুক, চরভদ্রাসন বিএনপির প্রাথমিক সদস্য চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ফারুক মৃধা ও ওই ইপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী চরভদ্রাসন কৃষকদলের সদস্য সচিব জানে আলম রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION