স্টাফ রিপোর্টার : ফরিদপুর পৌরসভার মেয়র ও ফরিদপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অমিতাভ বোসের মাতা স্বর্গীয় শুভ্রা রানী বোস এর জ্ঞাতিভোজ সম্পন্ন হয়েছে। রবিবার ২১ এপ্রিল ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে জ্ঞাতিভোজের আয়োজন করা হয় পরিবারের পক্ষ থেকে। প্রাই ১৫ হাজারেও বেশি সমাজের বিশিষ্ট জন সাধারণ মানুষ এই আয়োজনে অংশ নেয়।
বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ, সংরক্ষিত নারী আসনের সংসদ ঝর্না হাসান, ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফসহ আওয়ামীলীগ ও অংগসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া ফরিদপুরের সুশিল সমাজ সহ সাধারণ জনগণ।
গত ৭ই এপ্রিল ২০২৪ দিবাগত রাত ১২টার দিকে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন (দিব্যান্ লোকান্ স গুচ্ছতু)। গত ১৭ই এপ্রিল ক্ষেèৗরকার্য, ১৮ই এপ্রিল আদ্য শ্রদ্ধ্যাদি সম্পন্ন হয়। স্বর্গীয় শুভ্রা রানী বোস মৃত্যুকালে পুত্র অলোক বোস স্বপন, অঞ্জন বোস, পৌর মেয়র অমিতাভ বোস, কন্যা শিপ্রা বোস, সোমা বোস, পারমীতা বোস, স্বাতী বোস ও পুত্র বধু মুক্তি বোস, সুপ্রিয়া বোস, শ্রাবণী বোস রেখে গেছেন।
Leave a Reply