স্টাফ রিপোর্টার : ফরিদপুর শহরের পূর্বখাবাসপুরস্থ মহল্লার বাসিন্দা ফরিদপুর থেকে প্রকাশিত দৈনিক গণসংহতি ও সাপ্তাহিক আল-মোয়াজ্জিন পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি, বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধী পুনর্বাসন সমিতির সাবেক মহাসচিব সৈয়দ আশরাফুল আজম আব্দুর রব (৮৬) কে শেষ শ্রদ্ধা জানিয়ে বিদায় দিয়েছে ফরিদপুর প্রেসক্লাব। আজ রবিবার বেলা পৌনে একটায় ফরিদপুর প্রেসক্লাবে তার মরদেহ এসে পৌছালে সাংবাদিকবৃন্দ তাকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধাঞ্জলি প্রদান করে।
এ সময় ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল সহ প্রেস ক্লাবের সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় মোনাজাত পরিচালনা করেন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রেশাদুল হাকিম। পরে বাদ জোহর তার নামাজে জানাজা চকবাজার জামে মসজিদে অনুষ্ঠিত হওয়ার পর তাকে আলিপুর গোরস্থানে দাফন করা হয়।
আগামিকাল বাদ আসর তার পূর্ব খাবাসপুর নিজস্ব বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। উল্লেখ্য গত শনিবার ভোর চারটার দিকে বার্ধক্য জনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন প্রবিণ সাংবাদিক সৈয়দ আশরাফুল আজম। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী দুই ছেলে দুই মেয়ে এবং দুই ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
Leave a Reply