স্টাফ রিপোর্টার : ফরিদপুরে ক্রিকেট লীগ ২০২৩- ২০২৪ উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থা এবং ক্রিকেট লীগে অংশগ্রহণকারী দল সমূহের কর্মকর্তাদের সাথে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় জেলা ক্রীড়া সংস্থার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে সভায় প্রিমিয়ার ডিভিশন, প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, কোয়ালিফায়িং রাউন্ডের সকল ক্লাব কর্মকর্তাগন অংশগ্রহন করেন।
সভায় জানানো হয় আগামী ১০ ই মার্চ থেকে কোয়ালিফাইং ক্রিকেট লীগ আরম্ভ হবে। এতে ২৮ টি দল অংশগ্রহণ করবে, এছাড়া দ্বিতীয় বিভাগ ক্রিকেটে ১৬ টি দল এবং প্রথম বিভাগ ক্রিকেটে মোট ১০ টি দল অংশগ্রহণ করবে। ঈদের পরে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের খেলা গুলি অনুষ্ঠিত হবে, যাতে আটটি দল অংশগ্রহণ করবে।
Leave a Reply