স্টাফ রিপোর্টার : প্রতিবছরের মতো এবারেও ফরিদপুরের সদরপুরে আটরশি বিশ্ব জাকের মঞ্জিলে চারদিনব্যাপী বিশ্ব উরস শরীফ শুরু হয়েছে। শুক্রবার বাদ জুমা পবিত্র ফাতেহা শরিফ পাঠ ও আটরশী পীর ছাহেবের রওজা শরিফ জেয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় উরসের কার্যক্রম। জুমার নামাজে লাখো মুসুল্লি অংশ নেন।
এ উপলক্ষে শুক্রবার দুপুরে জাকের মঞ্জিল মাদ্রাসা ভবনের অফিস কক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এসময় জাকের মঞ্জিলের সমন্বয়কারী এম এম শহিদুল ইসলাম শাহীন জানান, বাস, ট্রাক, লঞ্চ সহ বিভিন্ন যানবাহনযোগে দেশ-বিদেশ হতে লাখো আশেকান-জাকেরান, ধর্মপ্রাণ মুসলমান সহ বিভিন্ন ধর্মের ভক্তবৃন্দ উরস শরীফে সমবেত হচ্ছেন। এছাড়া এবছর প্রথমবারের মতো দেশের উত্তরবঙ্গ হতে যুক্ত হয়েছে ট্রেন কাফেলা।
প্রাত্যহিক ফরজ ও সুন্নাত এবাদতের পাশাপাশি নফল এবাদত পালন করছেন তারা। প্রেস ব্রিফিংয়ে বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রæপের প্রধান কবিরুল ইসলাম সিদ্দিকী উপস্থিত ছিলেন। আগামী সোমবার সকালে আটরশী পীর সাহেবের স্থলাভিষিক্ত খাজা মাহফুজুল হক মুজাদ্দেদী ছাহেবের নির্দেশনায় আখেরী মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে এ আয়োজন।
সদরপুরে বিশ্ব উরস শরীফে লাখো মানুষের ভীড়
Leave a Reply