স্টাফ রিপোর্টার : বিএনপি-জামায়াতের ডাকা দেশব্যাপী সপ্তম বারের অবরোধের দ্বিতীয় দিনে ফরিদপুরে বিক্ষোভ মিছিল করেছে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (২৭ নভেম্বর) সকাল ৮ টার দিকে ফরিদপুর শহরের মুন্সিবাজার এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে ছাত্রদল এবং এদিকে যুবদল সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গঙ্গাবর্দী এলাকায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে সংগঠনটির নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-বরিশাল মহা সড়কের মুন্সি বাজার এলাকায় আধাঘন্টার মধ্যে বিক্ষোভ শেষ করে ছাত্রদলের নেতাকর্মীরা। ওই সময় মাহ সড়কটি ফাকা ছিল এবং আশোপাশের এলাকায় কোন পুলিশ ছিল না। ঢাকা-খুলনা মহ সড়কের গঙ্গাবর্দী এলাকায় জেলা যুবদল বিক্ষোভ মিছিলের পাশাপাশি মহাসড়কে ব্যানার নিয়ে কিছু সময়ের জন্য বসে থকেন। তবে ওেই সময় ওই সড়ক দিয়ে কিছু যানবাহন চলাচল করলেও তাদের বাধা দেয়নি বিক্ষোভকারীরা।
তবে তারা অতিসংক্ষিপ্ত সময়ের মধ্যে কর্মসূচি শেষ করে চলে যান। জাতীয়তাবাদী ফরিদপুর জেলা যুবদলের ভার প্রাপ্ত সভাপতি কেএম জাফর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামিমুল হক তালুকদার এর নেতৃত্বে অবরোধ কর্মসূচি পালন। জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুম্মান হোসেন, সহ-সভাপতি আমান উল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক নিলয় প্রমুখ।
Leave a Reply