স্টাফ রিপোর্টার : পবিত্র কুরআন ও সহীহ হাদীস ভিত্তিক ঈমান ও আমল প্রতিষ্ঠা ও প্রচারের লক্ষ্যে ২০০০ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত গেরদা সৌদি জামে মসজিদের আয়োজনে গত রবিবার কর্মসূচী বাস্তবায়ন শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পলাশ খানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন গেরদা সৌদি জামে মসজিদের সভাপতি সৈদয় গিয়াস উদ্দিন। আলোচনায় অংশগ্রহণ করেন রহিমা ইসলামিক রিচার্স ফাউন্ডেশনের সভাপতি মো. জামাল উদ্দিন মোল্লা, সালাফি মারকাজ ফরিদপুরের সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান সৌরভসহ প্রমুখ।
মো. জামাল উদ্দিন মোল্লা বলেন, আমরা হাদীস মানতে বাধ্য কেননা পবিত্র কুরআন করীমে মহান আল্লাহ‘তাআলা বলেন, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালবাস তাহলে আমাকে (নবীকে) অনুসরণ কর তাহলে আল্লাহও তোমাদেরকে ভালবাসবেন এবং তোমাদের গুনাহ মাফ করবেন। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাকারী দয়ালু (সূরা আল-ইমরান, ৩১)। মাহামুদুল হাসান সৌরভ বলেন, আমাদের প্রত্যেককেই প্রথমে আমাদের আক্বীদা ও আমলকে শিরক ও বিদ‘আতমুক্ত করতে হবে।
যা নবী-রাসূলগণের জীবনীতে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আর ইক্বামতে দ্বীন অর্থ ইক্বামতে তাওহীদ। ইকামতে হুকুমত নয়। যেমনটি অনেকে ধারণা করে থাকেন। নবী রাসূলগণ সর্বপ্রথম তাওহীদের দাওয়াত দিয়েছেন। রাষ্ট্র প্রতিষ্ঠার দাওয়াত নয়। এই তাওহীদের দাওয়ায় প্রতিটি মানুষের নিকট পৌছে দিতেই আমাদের প্রত্যেককে পারস্পরিক সহযোগীতার ভিত্তিতে নিরন্তত কাজ করে যেতে হবে।
সভাপতির বক্তব্যে সৈদয় গিয়াস উদ্দিন বলেন, সহীহ দ্বীন প্রচারের উদ্দেশ্যেই ২০০০ খ্রিষ্টাব্দ থেকে প্রতিষ্ঠা পরবর্তী গেরদা সৌদি জামে মসজিদে বিভিন্ন ইসলামী আলোচকগণ আলোচনা রেখে আসছেন। যা চলমান আছে। তারই ধারাবাহিকাতয় একটি পূর্নাঙ্গ ইসলামী পাঠাগার ও একটি সহীহ দ্বীনি মাদ্রাসার প্রতিষ্ঠা পরিকল্পনাধীন আছে মর্মে তিনি সভায় জানান। এতদ কার্যক্রম বাস্তবায়নে তিনি সকলের সহযোগীতা কামনা করেন। কার্যক্রম বাস্তবায়নে আর্থিক সহযোগীতা পাঠাবার বিকাশ নম্বর ০১৭১৬৮৩৭৫৬৩।
Leave a Reply