1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
একদিনে ফরিদপুরে বিএনপির ৫৮ নেতা-কর্মীদের আসামি করে চার থানায় পাঁচ মামলা - আজকের ফরিদপুর
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১১:২০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

একদিনে ফরিদপুরে বিএনপির ৫৮ নেতা-কর্মীদের আসামি করে চার থানায় পাঁচ মামলা

  • Update Time : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ২২৮ জন পঠিত
একদিনে ফরিদপুরে বিএনপির ৫৮ নেতা-কর্মীদের আসামি করে চার থানায় পাঁচ মামলা
একদিনে ফরিদপুরে বিএনপির ৫৮ নেতা-কর্মীদের আসামি করে চার থানায় পাঁচ মামলা

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে একদিনে বিএনপির ৫৮জন নেতা-কর্মীদের আসামি করে চারটি থানায় পাঁচটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশের উপর হামলা, অগ্নি সংযোগ ও বিস্ফোরক আইনে গত রবিবার (২৯ অক্টোবর) সকাল থেকে রাতের মধ্যে এ মামলাগুলি দায়ের করা হয়েছে। এর মধ্যে ফরিদপুর কোতয়ালী থানায় দুটি এবং সালথা, বোয়ালমারী ও ভাঙ্গা থানায় একটি করে মামলা হয়েছে। ফরিদপুর কোতয়ালী থানায় শনিবার রাত সাড়ে ১২টার দিকে শহরের শ্রীঅঙ্গন সেতুর নিকট অগ্নি সংযোগের ঘটনায় রবিবার দুপুরে ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল বাসার বাদী হয়ে একটি মামলা করেন।

এ মামলায় ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ব্যাক্তিদের আসামি করা হয়। কোতয়ালী থানায় দ্বিতীয় মামলাটি করেন উপ-পরিদর্শক মিজানুর রহমান। এ মামলাটি দায়ের করা হয় রবিবার দুপুরে। শনিবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে ফরিদপুর শহরের অম্বিকাপুর রেলস্টেশনের কাছে অগ্নিসংযোগ, পুলিশের উপর হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে এ মামলাটি দায়ের করা হয়। এ মামলায় ১০ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত ব্যাক্তিদের আসামি দেখানো হয়।

ফরিদপুর কোতয়ালী থানায় দায়ের করা এ দুটি মামলার আসামিদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া (৫০), ফরিদপুর মহানগর বিএনপির আহŸায়ক এ এফ এম কাউয়ুম (৬০), মহা নগর বিএনপির যুগ্ম আহŸায়ক এবি সিদ্দিক মিতুল প্রমুখ। সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক বেলাল হোসেন বলেন, দুটি মামলায় বিএনপির নেতা-কর্মীদের আসামি করা হয়েছে। এ দুটি মামলায় এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ফরিদপুরের গত শনিবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সালথা উপজেলা সদরের বাইপাস সড়কের চৌরাস্তার মোড়ে পুলিশের উপর হামলা, অগ্নি সংযোগ ও ককটেল বিস্ফোনের অভিযোগ রবিবার সকালে বিএনপি নেতা-কর্মীদের আসামী করে একটি মামলা করেছেন সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) পরিমল কুমার বিশ্বাস। এ মামলায় ১৮জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে উপজেলার সোনাপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রেজাউল শেখ (৩৫) রয়েছেন।

সালথা উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার বলেন, পুলিশ যে ঘটনার কথা বলছে তা আমাদের অজানা। স্থানীয় বিএনপির বেশির ভাগ নেতাকর্মীরা গত ৩ দিন ধরে ঢাকায় অবস্থান করছে। তাছাড়া বিএনপির উদ্যোগে শনিবার রাতে কোন মিছিল কিংবা কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়নি। বোয়ালমারীতে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার চতুল ইউনিয়নের ভাটপাড়া-সাইনবোর্ড উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামচুদ্দিন মিয়া ঝুনুর ইটভাটার সামনে পাকা সড়কের উপর পরপর বেশ কয়েকটি বোমা ও ককটেল বিষ্ফোরণ, চলন্ত গাড়ি ভাংচুর ও সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা দেওয়ার অভিযোগে একটি মামলা হয়েছে।

বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) উত্তম কুমার সেন বাদী হয়ে রবিবার সকালে এ মামলাটি দায়ের করেন। এ মামলায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ব্যাক্তিদের আসামি করা হয়েছে। এ মামলায় শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নেতা রইসুল ইসলাম ওরফে পলাশকে রবিবার দুপুরে বোয়ালমারী উপজেলা সদর থেকে গ্রেপ্তার করা হয়েছে। বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, ওই জায়গায় এ জাতীয় কোন ঘটনাই ঘটেনি। এটা পুলিশের সৃষ্টি করা বিষয়। যে ভাবে সারা দেশে পুলিশ গায়েবী মামলা করে এ ঘটনা সে কারনেই সাজানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব। এ ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার সেন বাদী হয়ে রবিবার সকালে পুলিশের উপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনে একটি মামলা করেছেন। পুলিশের গাড়িতে বোমা হামলার ঘটনায় ভাঙ্গা থানায় গত রবিবার বিকেলে একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলাটির বাদী ভাঙ্গা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. হায়দার হোসেন। এ মামলায় পাঁচ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ব্যাক্তিদের আসামি করা হয়েছে।

জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া বলেন, ফরিদপুরের কোতয়ালী থানাসহ বিভিন্ন থানায় যে পাঁচটি মামলা গত রবিবার পুলিশ বাদী হয়েছে করেছে সেগুলি সবই মিথ্যা, ভিত্তিহীন ও গায়েবি মামলা। এদিকে ঢাকায় পল্টন থানায় গত ২৮ অক্টোবর রাতে বিএনপির কেন্দ্রীয় নেতাসহ ১৬৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত নামা আরও আনেককে আসামি করে মামলা করেছেন এসআই ডিবি মিরপুর বিভাগের মো.মাশুক মিয়া। এ মামলায় ফরিদপুর জেলা বিএনপির আহŸায়ক সৈয়দ মোদাররেছ আলী, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, জেলা ছাত্রদলের সভাপতি মো. সজিব শেখ ও বিএনপি নেতা নূর জামান খসরুকে আসামি করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION