1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বোয়ালমারীতে পুলিশ সুপারের মতবিনিময় সভা - আজকের ফরিদপুর
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৪:১৭ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বোয়ালমারীতে পুলিশ সুপারের মতবিনিময় সভা

  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৩৩১ জন পঠিত
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বোয়ালমারীতে পুলিশ সুপারের মতবিনিময় সভা
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বোয়ালমারীতে পুলিশ সুপারের মতবিনিময় সভা

বোয়ালমারী সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারীতে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পূজা কমিটি ও রাজনীতিবিদ, সাংবাদিক ও সুধী জনের সাথে পুলিশ মতবিনিময় সভার আয়োজন করেন। বৃহস্পতিবার (১২ অক্টোবর) থানা প্রঙ্গণে সকাল ১১টায় মতবিনিময় সভা শুরু হয়ে দুপুর সাড়ে তিনটায় শেষ হয়। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল ওহাব এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর পুলিশ সুপার মো. শাহজাহান। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পূজা শুরুর আগে মন্দিরে সিসি ক্যামেরা প্রতিস্তাপন করে নিজের ভেতর থেকে স্বেচ্ছাসেবক গঠন করতে হবে।

মন্দির সুরক্ষা এবং পাহাড়া রাখতে গ্রাম পুলিশ, আনসার, ও পুলিশের বিশেষ টিম পর্যবেক্ষণ থাকবেন। তার পরেও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে থানার ওসি অথবা এসপির মোবাইল নাম্বারে কল দিন। পুলিশি সেবা সবার জন্য উন্মুক্ত। ১২৭ টি পূজা মন্ডবের সভাপতি সাধারণ সম্পাদকদের উদ্দেশ্যে বলেন, দশমীতে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিমা বিসর্জন দিতে হবে। কোন প্রকার মাদক সেবন, মন্দির প্রাঙ্গণে ডিজে গান পরিবেশন করা যাবেনা। সবাইকে সতর্ক থাকতে হবে। সভায় উপস্থিতি সকলকে উদ্দেশ্যে বলেন, কেউ মন্দিরের আশপাশে অথবা বাহিরে বিশৃঙ্খলা, বা মাতলামো করলে তাকে পুলিশ গ্রেফতার করতে বাধ্য হবে। তাদের ব্যাপারে আপনারা সুপারিশ করবেননা।

উপপরিদর্শক উত্তম কুমার সেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মধুখালী সার্কেলের এএসপি মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, পূজা উদযাপন কমিটির সভাপতি শ্যামল সাহা, সাধারণ সম্পাদক রবিন কুমার লস্কার, মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, প্রেসক্লাব বোয়ালমারীর সভাপতি অ্যাড. কোরবান আলী, সাধারণ সম্পাদক কাজী আমিনুল ইসলাম, চতুল ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ। পূজা উদযাপন কমিটির তথ্যে জানা যায় বোয়ালমারী উপজেলায় মোট ১২৭টি মন্দিরে পূজা উদযাপন করা হবে। বোয়ালমারী পিআইও অফিসের মাধ্যমে প্রত্যেক মন্দিরে ১ হাজার কেজি চাউল বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION