স্টাফ রিপোর্টার : আগামীকাল মঙ্গলবার (১০ অক্টোবর) ভাঙ্গা-ঢাকা রেল উদ্বোধন করতে ফরিদপুর আসছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ভাঙ্গা জংশনে সুধী সমাবেশ করবেন এবং দুপুর ২টার দিকে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। জেলা আওয়ামী লীগ সুত্রে এ খবর জানা গেছে। তবে সরকারি ভাবে প্রধানমন্ত্রীর সফর সূচি গতকাল রবিবার পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে আসে নি বলে নিশ্চিত করেছেন ফরিদপুরের ডেপুটি কালেক্টর নেজারত (এনডিসি) মো. মুজিবুল ইসলাম। এদিকে ভাঙ্গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি চলছে।
আগামীকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী ভাঙ্গায় ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে ফরিদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন। এ উপলক্ষে গত শনিবার (৭ অক্টোবর) ভাঙ্গা পৌরসভার খন্দকার টাওয়ারের ২য় তলায় বিশেষ বর্ধিত সভা করেছে আওয়ামী লীগ। ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং ভাঙ্গা-সদরপুর ও চরভদ্রাসন নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসনের সাবেক সাংসদ কাজী জাফর উল্যাহ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও এস এম কামাল হোসেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, কেন্দ্রীয় কমিটির সদস্য শাহাবুদ্দিন ফরাজিসহ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয়, জেলা এবং ফরিদপুরের বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সভায় কাজী জাফর উল্যাহ বলেন, ভাঙ্গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে হবে।
ঐদিন সবাইকে সুশৃংখলভাবে জনসভায় উপস্থিত হওয়ার আহবান জানান। ওই বিশেষ বর্ধিত সভা সুত্রে জানা যায়, মঙ্গলবার প্রধানমন্ত্রী ভাঙ্গার বামনকান্দা রেলস্টেশনে ট্রেন থেকে নামবেন। সেখানে তিনি সুধী সমাবশে করবেন। এজন্য ভাঙ্গার বামনকান্দা রেলস্টেশন বর্ণিল সাজে সাজানো হয়েছে। অন্যদিকে ভাঙ্গা বিশ্ব রোড থেকে ভাঙ্গার কোর্ট পাড় এলাকায় অবস্থিত ডা: কাজী আবু ইউসুফ স্টেডিয়াম পর্যন্ত ছোট রাস্তাটি চওড়া করা হচ্ছে। রাস্তার দুই ধারের অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলা হয়েছে। রাস্তার উপরের বৈদ্যুতিক খুঁটিগুলো সরিয়ে রাস্তার বাইরে নেওয়া হচ্ছে। এছাড়া স্টেডিয়ামের আশেপাশের খালি জায়গা গুলো বালু দিয়ে ভরাট করে গাড়ি রাখার এবং লোকজন দাঁড়ানোর ব্যবস্থা করা হচ্ছে।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দ সুদৃশ্য তোরন নির্মাণ করছে ও বিল বোর্ড টানিয়েছে। স্টেডিয়ামের অফিস বিল্ডিং এর সামনে প্রধানমন্ত্রীর জন্য মঞ্চ তৈরি করা হচ্ছে। ইতোমধ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্টেডিয়াম এবং রেল স্টেশন কঠোর তত্ত¡াবধানে রেখেছেন। অপরদিকে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের সভাপতিমন্ডলীর সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন ভাঙ্গা আদালত পাড়ায় গত শনিবার রাতে জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেনের বাসায় তার নেতা কর্মীদের সঙ্গে এক বৈঠক করেন।
এসময় ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃৃন্দ উপস্থিত ছিলেন। নিক্সন চৌধুরী তার কর্মীদের সুশৃংখলভাবে জনসভায় অংশগ্রহণ করার আহŸান জানান। প্রধানমন্ত্রীর ভাঙ্গায় আগমনের প্রস্তুতির ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ বাহিনী নিñিদ্র নিরাপত্তা নিশ্চিত করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে।
Leave a Reply