বোয়ালমারী সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন উপলক্ষে দীর্ঘ হায়াত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন ফরিদপুর-১ আসনের আওয়ামী লীগের এমপি মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সৈয়দ শামীম রেজা। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) জুম্মাবাদ উপজেলার সহস্রাইল বাজার জামে মসজিদসহ একাধিক মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। তিনি সহস্রাইল বাজার মসজিদের উপস্থিত ছিলেন। বঙ্গকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারসহ তাঁর নিজের পরিবারের জন্য দোয়া করেন।
এসময় তিনি মসজিদে আশা মুসল্লীদের কাছে দেশের উন্নয়নের কথা তুলে ধরেন, এবং তিনি আওয়ামী লীগের দলীয় এমপি মনোনয়ন নিয়ে ফরিদপুর -১ আসনে আগামী দ্বাদশ নির্বাচনে অংশ গ্রহণ করতে চান। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনেক কঠিন হবে বলে তিনি দীর্ঘদিন থেকে সাধারণ মানুষের সাথে মিলে মিশে তাদের মন জয় করে ফেলেছেন। ইতি মধ্যে তিনি আলফাডাঙ্গা-বোয়ালমারী- মধুখালী- তথা ফরিদপুর-১ আসনে ব্যাপক গণসংযোগ করে আলোচনায় এসেছেন। ফরিদপুর-১ আসন নৌকার ঘাটি হিসেবে অধিক পরিচিত। তাই সৈয়দ শামীম রেজা এ আসনকে ব্যাপক ভোটের মাধ্যমে নৌকাকে জয়ী করে আগামী দ্বাদশ নির্বাচনে প্রধানমন্ত্রীকে এ আসনটি উপহার দিবেন।
তিনি এ দোয়ার মাহফিল থেকে আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে দ্বিধাদ্ব›দ্ব ভুলে দলের জন্য কাজ করার আহবান জানান। তাঁর সমর্থন আওয়ামী লীগের নেতাকর্মীদের তিনি বলে রেখেছেন, যে নেতায় দলীয় প্রোগ্রাম করবে তাকে সর্বাদিক দিয়ে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন। যত কষ্টই হোক না কেন মানুষের মন জয় করে সুষ্ঠু ভোটের মাধ্যমে আবার আওয়ামী লীগের সরকার ফের ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। এসময় উপস্থিত ছিলেন সহস্রাইল বাজার বণিক সমিতির সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. চুন্নু বিশ্বাস, সাবেক ছাত্রলীগ নেতা আমীর নেওয়াজ হিল্লোলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply