1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
আবাসিক শিক্ষা ভবনসহ চর এলাকার জন্য ভাতা ও কোটা থাকতে হবে... জেলা প্রশাসক - আজকের ফরিদপুর
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১০:২৯ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

আবাসিক শিক্ষা ভবনসহ চর এলাকার জন্য ভাতা ও কোটা থাকতে হবে… জেলা প্রশাসক

  • Update Time : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৭ জন পঠিত
আবাসিক শিক্ষা ভবনসহ চর এলাকার জন্য ভাতা ও কোটা থাকতে হবে... জেলা প্রশাসক
আবাসিক শিক্ষা ভবনসহ চর এলাকার জন্য ভাতা ও কোটা থাকতে হবে... জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে চর এলাকার শিক্ষা নিয়ে সংলাপ অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেছেন, আবাসিক শিক্ষা ভবনসহ চর এলাকার জন্য ভাতা ও কোটা থাকতে হবে। তা না হলে চর এলাকায় গিয়ে কেউ শিক্ষকতা করতে চাইবেন না, চরের মানুষ সঠিক ভাবে কর্মসংস্থানের সুযোগ পাবে না। ‘ফরিদপুরে চরাঞ্চলের শিশুদের শিক্ষা সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক শিক্ষা সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলি বলেন জেলা প্রশাসক। মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপ আনুষ্ঠানিক শিক্ষার সহায়তায় এ সংলাপের আয়োজন করে ফরিদপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা রাসিন।

জেলা প্রশাসক বলেন, দেশের সব জায়গার বাস্তবতা এক নয়। পাহাড়, হাওড় ও চর এলাকাসমূহ সমন্বিত এক শিক্ষার কারিকুলাম প্রয়োগ করা হলে অবহেলিত জনগোষ্ঠির কোন উন্নতি হবে না। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকের পদায়নের ক্ষেত্রে ৬০ থেকে ৭০ ভাগের নিয়োগ চরাঞ্চলের লোকদের দিতে হবে। চরাঞ্চলের শিক্ষকদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি চাকুরির কোটার ক্ষেত্রে অন্যান্য অনুন্নত এলাকার জনগোষ্ঠির মত চরাঞ্চলের লোকদের জন্য বিশেষ কোটার ব্যবস্থা করতে হবে।

জেলা প্রশাসক বলেন, মূল ভুখন্ড থেকে কোন শিক্ষককের পরে চর এলাকায় শিক্ষা দিয়ে আসা-যাওয়ার বিড়ম্বনা ঘোচাতে চর এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষকদের জন্য আবাসনের সুব্যবস্থা করতে হবে। বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটির কর্মকান্ডের সমালোচনা করে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, মাধ্যমিক স্তুরের প্রধান শিক্ষক পদটি এখনও ব্যবস্থাপনা কমিটির হাতে রয়ে গেছে। এর ফলে অদক্ষ ব্যাক্তিদের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দিয়ে শিক্ষার মূলে আঘাত করা হচ্ছে।

ব্যবস্থাপনা কমিটির সদস্যরা শিক্ষা প্রতিষ্ঠানগুরিতে নিজেদের আত্মীয়-স্বজন নিয়োগ দিয়ে পারিবারিক প্রতিষ্ঠান করে ফেলেছেন। জেলা প্রশাসক বলেন, আমরা যদি আমাদের চেতনার অবকাঠামো মজবুত না করি দেশে যতই অবকাঠানো নির্মান করি না কেন তার ভিত্তি শক্ত হবে না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার। স্বাগত বক্তব্য দেন উপ আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের উপ-ব্যবস্থাপক মো. আব্দুর রউফ।

এ সংলাপ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা প্রশাসকের কার্যারয়ের সহকারি কমিশনার শামস্ সাদত মাহমুদ উল্লাহ। আলোচনায় অংশ নেন, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ মোশার্রফ আলী, জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, উপজেলা মাধ্যডমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস জাফরী, বøাস্ট ফরিদপুরের সমন্বয়কারী শিপ্রা গোস্বামী, এনজিও ব্যক্তিত্ব আজহারুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION