1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
ফরিদপুর চিনিকল ৯০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করবে - আজকের ফরিদপুর
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

ফরিদপুর চিনিকল ৯০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করবে

  • Update Time : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ১০৮২ জন পঠিত

স্টাফ রিপোর্টার:



ফরিদপুরের মধুখালীতে অবস্থিত দক্ষিন  বঙ্গের একমাত্র ভারী শীল্প ফরিদপুর চিনিকলের ২০২০-২০২১ আখ মাড়াই মৌসুম শুক্রবার বিকেলে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছে।  শুক্রবার বিকেলে মিলের কেন কেরিয়ার প্রাঙ্গণে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ গোলাম কবির এর সভাপতিত্বে ও সুভাষ রায় এবং মেহেদী হাসানের সঞ্চালনায় মিলাদ মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রবীন আখচাষী হাজী আব্দুল করিম, সাবেক শ্রমিক নেতা সমরেন্দ্র নাথ বসু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান বাবলু, জেলা পরিষদের সদস্য মির্জা আহসানুজ্জামান আজাউল, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত ) রথিন্দ্রনাথ তরফদার, চিনিকলের সাবেক কৃষি কর্মকর্তা মো.নজরুল ইসলাম, শ্রমজীবী ইউনিয়নরে সভাপতি শাহ মো. হারুন অর রশিদ, সাধারন সম্পাদক কাজল বসু, আখচাষী কল্যান সংস্থার সভাপতি শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ। মিলাদ ও দোয়া শেষে ডোঙ্গায় আখ নিক্ষেপনের মাধ্যমে চলতি মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন করেন প্রবীন আখচাষী হাজী আব্দুল করিম।



দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ডোববার বর্তমান পীর হযরত মাওলানা ওবায়েদ বীন নাসের। চিনিকল সূত্রে জানা যায়, চলতি আখ মাড়াই মৌসুমে ৫ হাজার ৭শত ৯৩ একর জমির ৯০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করা এবং রিকভারী ধরা হয়েছে ৬.৭৫ ভাগ। এ চিনিকলের ৮শত এবং কুষ্টিয়া চিনিকলের ৩শত মেট্রিকটনসহ প্রতিদিন মোট ১ হাজার ১শত মেট্রিকটন আখ মাড়াই করে ৯৭ দিন চলবে বলে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION