স্টাফ রিপোর্টার :
ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোছা. রহিমা বেগম (৪৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার ঘোষপুর ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রহিমা বেগম ওই গ্রামের মৃত আব্দুর রহমানের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চার সন্তানের জননী রহিমা বেগম সাংসারিক কাজ সেরে সন্ধ্যা সাতটার দিকে গোসল করতে যান। এ সময় ট্যাংকির পানি শেষ হওয়ায় বৈদ্যুতিক মোটর চালাতে গিয়ে বিদ্যুতায়িত হন। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে রাত ৯টার দিকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই ইনামুল হোসেন বলেন, লোক মারফত আমার বোনের বিদ্যুতায়িত হওয়ার খবর পাই। পরে তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক জানান হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তিন মেয়ে ও এক ছেলের জননী রহিমা বেগমের স্বামী আব্দুর রহমান ৬ মাস আগে রোগাক্রান্ত হয়ে মারা যান।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ইমরান হোসেন বলেন, বিদ্যুতায়িত রহিমা বেগমকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম হাসপাতালে পাঠানো হয়। পরিবার ও হাসপাতাল সূত্রে জানতে পেরেছি, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই গৃহবধূ মারা গিয়েছেন। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। #
Leave a Reply