শাহজাহান হেলাল,মধুখালী : ফরিদপুরের মধুখালীতে ১মাস যাবৎ এক যুবক নিখোঁজ। তার নাম মিরুল শেখ (৩৫) পিতা-মৃত. আহম্মদ শেখ। তার বাড়ি উপজেলার পৌর এলাকার ২নং ওয়ার্ডের গোন্দারদিয়া পশ্চিম পাড়া গ্রামে। এ ব্যাপারে তার ভাগনে ফারহাতুল ইসলাম ফাহিম রোববার ১৬জুলাই ২০২৩ তারিখে মধুখালী থানায় নিখোঁজ বিষয়ে একটি সাধারণ ডায়েরী করেছেন। জিডি নং-৮১৮।
নিখোঁজ যুবকের ভাগনে ফারহাতুল ইসলাম ফাহিম জানান, গত ১৬ জুন ২০২৩ তারিখে সকালে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আমার মামা আর ফিরে আসে নাই। বিভিন্ন আত্বীয় স্বজন এর বাড়িতে খোঁজ নেওয়া হলেও তাকে পাওয়া যায়নি। তাকে না পেয়ে মধুখালী থানায় জিডি করেছি। সে একজন মানুষিক ভাবে অসুস্থ বলে জানান। পৌর সংরক্ষিত কাউন্সিলর রেশমা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, ছেলেটি একজন মানুষিক ভাবে অসুস্থ পরিবারের লোকজন আমাকে বলার পর নিজেই বিষয়টি খোজে লোক লাগিয়েছি এবং ওই পরিবারকে আইনী পরামর্শ নেওয়ার জন্য বলেছি।
Leave a Reply