স্টাফ রিপোর্টার :
১৪ ডিসেম্বর আজ সোমবার ফরিদপুরে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
ফরিদপুর জেলা প্রশাসন, জেলা পরিষদ, জেলা পুলিশ, জেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, পৌর মেয়র, সদর উপজেলা পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা এক নীরবতা পালন, মোনাজাত, পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানায়।
স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপির পক্ষে থেকে প্রথমে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
জেলা প্রশাসক অতুল সরকার,পুলিশসুপার মো. আলিমুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠন পুষ্পমাল্য অর্পণ করেন। এর আগে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়।
পওে সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে জুম অ্যাপের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া সূর্যাস্তের পর গণকবরে আলোক প্রজ্জ্বলন করার কর্মসূচি রয়েছে।
Leave a Reply