ফরিদপুর প্রতিনিধি :
প্রস্তাবিত রেল স্থাপনের লক্ষ্যে অধিগ্রহনকৃত ভুমির মূল্য নিয়মতান্ত্রিকভাবে পরিশোধ ও মূল্য পরিশোধের আগে দখলে না নেয়ার দাবীতে মানববন্ধন করেছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ৭২ নং সাউতিকান্দার ক্ষতিগ্রস্তরা। বেলা ১০টা থেকে ১১টা পর্যন্ত কয়েকশত মানুষ মানববন্ধন করে নিয়ম বহির্ভুতভাবে বাড়ীঘর ভাংচুর করা হয়েছে দাবী করে প্রতিবাদ জানায়।
তাদের দাবী, রেল নির্মানে দ্বিতীয় পর্যায়ে ভুমি অধিগ্রহনের প্রথম দফা নোটিশ প্রদান করা হলেও পরবর্তীতে আর কোনো নোটিশ না দিয়ে ১১ ডিসেম্বর আকষ্মিকভাবে বুলডোজার দিয়ে বাড়ীঘরসহ বিভিন্ন ধরনের স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। এতে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মানববন্ধনে ক্ষতিগ্রস্তদের পক্ষে শহিদুল ইসলাম, মিজানুর রহমান, শাহজহান শেখ প্রমূখ বক্তব্য রাখেন। #
Leave a Reply