শাহজাহান হেলাল,মধুখালী : ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন মধুখালী শাখার আয়োজনে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে গাইডিং সম্প্রসারণের লক্ষ্যে ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে । ১২ জুন সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের মধুখালী উপজেলা শাখার কমিশনার খাদিজা সুলতানার সভাপতিত্বে ও রিক্তা পারভিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের ফরিদপুর জেলা কমিশনার রেহেনা জাহান, ভাইস চেয়ারম্যান মোরশেদা আক্তার মিনা,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকন ও সন্ধ্যা রানী ভক্তসহ প্রমুখ।
Leave a Reply