নিজস্ব প্রতিবেদক :
করোনা ভাইরাস পরিস্থিতিতে উদ্বৃত সংকট মোকাবেলায় ডিজিটাল সার্ভিসের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামাল পাশা, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলী। সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোঃ সাইফুল কবির।
কি-নোট উপস্থাপন করেন সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রেজভী জামান। বেলা সাড়ে তিনটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেমিনারটি শুর ুহয়। উন্মুক্ত আলোচনায় জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক ড. হযরত আলী বক্তব্য প্রদান করেন। সেমিনারটি উপস্থাপনা করেন সহকারী কমিশনার (গোপনীয়) তারেক হাসান এবং সূচনা বক্তব্য প্রদান করেন কার্যালয়ের প্রোগ্রামার ইমরান হাসান। প্রশাসনের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহায়তায় সেমিনারটি সম্পন্ন হয়। সেমিনারে বিষয়ের উপর প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply