1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
সাংবাদিকদের সাথে কাজী সিরাজের মতবিনিময় - আজকের ফরিদপুর
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

সাংবাদিকদের সাথে কাজী সিরাজের মতবিনিময়

  • Update Time : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ২৪৭ জন পঠিত
সাংবাদিকদের সাথে কাজী সিরাজের মতবিনিময়
সাংবাদিকদের সাথে কাজী সিরাজের মতবিনিময়

বোয়ালমারী সংবাদদাতা : ‘আওয়ামী লীগ জন্মলগ্ন থেকেই গরীব মানুষের দল। মানুষের অধিকার আদায়ে শুরু থেকেই সচেষ্ট। পরাধীন জাতিকে স্বাধীনতা এনে দিয়েছে আওয়ামীলীগ। এখন মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আর এই উন্নয়নকে অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। ‘ ফরিদপুরের বোয়ালমারীতে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন আওয়ামী লীগের উপদেষ্টা মÐলীর সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম।

আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর-১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালি) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কাজী সিরাজুল ইসলাম শনিবার (০৩ জুন) সকালে ওয়াপদা মোড় নিজ বাসভবনে বোয়ালমারীতে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে এ মতবিনিময় করেন। মতবিনিময়কালে কাজী সিরাজ বলেন, ‘আমি দলের কাছে নমিনেশন চাইব। দল যদি আমাকে নমিনেশন দেয় তবে আমি নির্বাচন করব। আর যদি না দেয় তবে যে পায় তার পক্ষে কাজ করব।’

তিনি আরো বলেন, ‘আমি মনোনয়ন না পেলেও রাজনীতি করব। জীবনের শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিই করব।’ গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি মনোনয়ন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী। কারণ আমি মানুষকে ভালোবাসি, এ এলাকার মানুষও আমাকে ভালোবাসে। আমার নিকট কেউ সাহায্যের জন্য আসলে আমি কাউকে ফিরিয়ে দেই না।’ এ সময় তিনি বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কর্মকাÐের ফিরিস্তি গণমাধ্যম কর্মীদের সামনে তুলে ধরেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য আসাদুল করিম, উপজেলা কৃষক লীগের আহবায়ক আকরামুজ্জামান মৃধা রুকু, স্বনামধন্য স্বর্ণালংকার প্রতিষ্ঠান ‘পিউর গোল্ড’ এর ব্যবস্থাপনা পরিচালক আনিসুর রহমান হিটলু, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক মোল্যা কামরুল ইসলাম প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগসহ দলটির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION