শাহজাহান হেলাল, মধুখালী :
ফরিদপুরের মধুখালী পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী পৌর আওয়ামীলীগের সিনিয়র সভাপতি খন্দকার মোরশেদ রহমান লিমন বিপুল ভোটে জয় পেয়েছেন।
বৃহস্পতিবার সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বিরতিহীন বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মিলনায়তনে আয়োজিত কন্ট্রোল রুম থেকে রাত সাড়ে ৮টায় ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী খন্দকার মোরশেদ রহমান লিমন নৌকা প্রতিকে ১০ হাজার ২শত ৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শাহাবুদ্দিন আহম্মেদ শতেজ ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ২শত ৬০ ভোট।
সাধারন কাউন্সিলর পদে ৯ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩ জন জয়লাভ করেন।
ফরিদপুরের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও মধুখালী পৌরসভা সাধারণ নির্বাচনে রিটার্নিং অফিসার মোঃ এনামুল হক ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষণা করেন।
মধুখালী পৌরসভা সাধারণ নির্বাচনে রিটার্নিং অফিসার মোঃ এনামুল হক জানান ১৯ হাজার ৯শত ৯২ জন ভোটারের মধ্যে ১৪ হাজার ৫শত ৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট বাতিল হয়েছে ৩৩ টি।
Leave a Reply