স্টাফ রিপোর্টার :
১০ ডিসেম্বর অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী মেয়র অমিতাভ বোসসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলারা নির্বাচিত হওয়ার পরদিনই (১১ ডিসেম্বর) সূধীজনদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় অনুষ্ঠনে ফরিদপুর পৌরসভাকে আদর্শ পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যাক্ত করেন।
এসময় উপস্থিত এফবিসিসিআই এর সাবেক সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ. কে আজাদ পৌরসভাকে পরিকল্পিতভাবে গড়ে তোলার পাশাপাশি নাগরিক সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান নবনির্বাচিতদের প্রতি।
শুক্রবার দুপুরে ফরিদপুর শহরের ঝিলটুলীতে এ. কে আজাদের বাড়ির চত্বরে এ অনুষ্ঠানে ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. শামসুলল হক ভোলা মাস্টার, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সুবল চন্দ্র সাহা, কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মো. ফারুক হোসেন, মহিলা আওয়ামী লীগের সদস্য সচিব আইভী মাসুদসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠণের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। #
Leave a Reply