মধুখালী অফিস :
ফরিদপুরের মধুখালী থানা পুলিশের বিশেষ অভিযানে শুক্রবার ভোরে মধুখালী মরিচ বাজার সংলগ্ন এলাকা হতে ৭ জন মাদক কারবারীসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বেলা দেড়টায় মধুখালী থানার অফিসার্স ইনচার্জ এর অফিস কক্ষে এক প্রেস ব্রিফিংএ ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, মধুখালী থানা পুলিশের অফিসার্স ইনচার্জ মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এস.আই সাজ্জাদ হোসেন, আশুতোষ কুমার সংগীয় ফোর্স সহ মধুখালী থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা, মাদকদ্রব্য উদ্বার অভিযান পরিচালনাকালে শুক্রবার ভোর আনুমানিক ৩ টার দিকে মধুখালী মরিচ বাজার এলাকার মধুখালী এলাকার মাদক ব্যবসার নেতৃত্বদানকারী তিন বোন অসিমা,পুষ্প ও রুপালী এবং তাদের সহযোগী বরজ,যতন,স্বপন দত্ত,চিনু রানী দত্তসহ মোট ৭ জনকে ফেনসিডিল,ইয়াবা,গাঁজা সহ আটক করা হয়। উক্ত ঘটনায় মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি মামালা দায়ের করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারকৃত আসামীগণ দীর্ঘদিন যাবৎ মধুখালী এলাকায় মাদকদ্রব্য বিক্রয়ের সাথে জড়িত থাকায় মধুখালী থানায় একাধিক মামলা রয়েছে। অসিমা দাসের বিরুদ্বে মধুখালী থানায় ৬ টি মাদক মালা, রুপালী দাসের বিরুদ্বে ৪ টি মাদক মালা,পুষ্প রানীর বিরুদ্বে ১ টি মাদক মালা,বরজের বিরুদ্বে ৫ টি মাদক মালা, স্বপন কুমার দত্তের বিরুদ্বে ২ টি মাদক মালা, যতন কুমার দত্তের বিরুদ্বে ১ টি মাদক মামলা রযেছে। জামাল পাশা বলেন, পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে এই জেলাকে মাদকমুক্ত করার সকল পরিকল্পনা করা হয়েছে। সে লক্ষ্যে সকল কর্মকান্ড পরিচালিত হচ্ছে। অপরাধী যেই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। প্রেস ব্রিফিং এর সময় মধুখালী থানার অফিসার্স ইনচার্জ মো. আমিনুল ইসলাম,থানার সেকেন্ড অফিসার্স এস.আই সাজ্জাদ হোসেন, এস.আই আশতোষ কুমারসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply